স্পোর্টস ডেস্কঃ মহেন্দ্র সিং ধোনির ক্যাচটা জোসেফ লুফে নিতেই গোটা উল্লাসে ফেটে পড়ল ক্যারিবিয়ান দর্শকরা। আর উল্লাস করবেই না কেন। ক্রিকেট বিশ্বে একসময়ের ত্রাস ওয়েস্ট ইন্ডিজ এখন অতীতের ছায়া। দেশের মাটিতে আফগানিস্তানের মতো ক্রিকেটে হাতেখড়ি হওয়া দেশকে হারাতেই তাদের ঘাম ছুটে যায়। সেখানে ভারতের মতো ক্রিকেটের হেভিওয়েট দেশকে হারানোর পর সবাই উল্লাস করবেই এত জানা কথাই।
সিরিজের চতুর্থ ম্যাচে রবিবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৮৯ তোলে ওয়েস্ট উইন্ডিজ। জবাবে টিম ইন্ডিয়ার ইনিংস শেষ হয়ে যায় ১৭৮ রানে। ১১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে হোল্ডার বাহিনী৷ প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর টানা দুই ম্যাচ জেতা ভারত এখন সিরিজে এগিয়ে ২-১ ব্যবধানে।
১৯০ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ‘মেন ইন ব্লু’। মাত্র ৫ প্যাভিলপিয়নে ফেরেন ধাওয়ান। ক্যাপ্টেন বিরাট কোহলিও এদিন ব্যর্থ হন৷ মাত্র তিন রান করে হোল্ডারের শিকার হন তিনি। চার নম্বরে নামা দিনেশ কার্তিকও(২) ব্যর্থ। ৪৭ তিন উইকেট হারনোর পর দলের হাল ধরেন রাহানে-ধোনি। চতুর্থ উইকেটে ৫৪ যোগ করেন তারা।
রাহানে হাফ সেঞ্চুরি(৬০) করে আউট হন। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া৷ ১৭৬ রানে ধোনি(৫৪) আউট হওয়ার পরই দলের হার নিশ্চিত হয়। শেষ পর্যন্ত আর দু’রান যোগ করেই বাকি দুটি উইকেট হারায় বিরাটরা। উইন্ডিজের পক্ষে ক্যাপ্টেন হোল্ডার ২৭ রানে ৫ উইকেট নেন।
এদিন ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট উইন্ডিজ। ভারতের শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে শুরুটা মন্দ হয়নি তাদের। প্রথম পাওয়ার প্লে’তে ৩১ রান তোলে তারা। ৫৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকা ক্যারিবিয়ানরা আর মাথা তুলতে পারেনি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৮৯ রানেই থেমে যায় তাদের ইনিংস। ভারতের পক্ষে উমেশ যাদব ও হার্দিক পান্ডিয়া তিনটি করে উইকেট নেন।