পাকিস্তানে আকস্মিক বন্যায় ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। রবিবার দেশটির কর্মকর্তারা একথা জানায়।

এ ব্যাপারে জেলা পর্যায়ের এক কর্মকর্তা জানান, শুক্রবার ভারী বর্ষণের ফলে আকস্মিকভাবে সৃষ্ট বন্যায় বেলুচিস্তানের লাসবেলা জেলার বাড়িঘর ভেসে যায়। তিনি আরো বলেন, 'ভেসে যাওয়া ১৪ জনের মধ্যে আজ আমরা ১১ জনের লাশ উদ্ধার করেছি। এছাড়া এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছে। '

এদিকে, বন্যায় ২০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

সূত্র : ডন

Post a Comment

Previous Post Next Post