পাঁচ টাকার নতুন নোট আসছে আজ

পাঁচ টাকার নতুন নোট আসছে আজ
অনলাইন ডেস্কঃ আজ থেকে পাঁচ টাকা মূল্য মানের নতুন নোট ইস্যু করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও পরে নোটটি পাওয়া যাবে। পাঁচ টাকার এ নোটে সিনিয়র অর্থ-সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্বাক্ষর থাকবে।

নোটটির সামনের অংশে জাতীয় স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং পেছনের অংশে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি রয়েছে।

নতুনভাবে মুদ্রিত এ নোটের উভয় পিঠের উপরের অংশে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’লেখা এবং পেছনের অংশে ডান দিকে বাংলাদেশের জাতীয় প্রতীক রয়েছে।

কারেন্সি নোট হওয়ায় এ নোটের সম্মুখ পৃষ্ঠের মাঝখানে ‘চাহিবামাত্র ইহার বাহককে পাঁচ টাকা দিতে বাধ্য থাকিবে’লেখাটি থাকবে না।

নতুন কারেন্সি নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই। তবে এ নোটের পাশাপাশি প্রচলিত ৫ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে।

Post a Comment

Previous Post Next Post