হিফজুর রহমান তুহিনঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে হিরামতি ধলাই নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধটি প্রায় ৩৫০ ফুট লম্বা ফাটল সহ বাঁধটির অধিকাংশ চলে গেছে নদী গর্ভে, এছাড়া আরো কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ। ৬ জুন মঙ্গলবার মাধবপুর ইউনিয়ন চেয়ারম্যান পুস্প কুমার কানু, ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য রনজিৎ কুমার সিংহ সহ সকাল ১১ টায় অধিক ঝুঁকিপূর্ণ হিরামতির বাঁধ পরিদর্শন করেন, বাধের বেহাল অবস্হা দেখে তিনি সাথে সাথে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হককে বিষয়টি অবহিত করলে, তিনি ব্যবস্হা গ্রহনের নির্দেশ দেন।পরে তিনি মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের একচেঞ্জের সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন টি বন্ধ পাওয়া যায়।সরজমিনে গিয়ে দেখা যায়, সময়মত হিরামতির বাঁধটি মেরামত না করা গেলে আর নদীর পানি বাড়লেই বাঁধ ভেঙ্গে যাওয়ার সম্ভবনা রয়েছে শতভাগ। কারণ বাঁধটি এক হাতের মত জায়গা বাকি রয়েছে ভাঙ্গতে। আর বাঁধ ভাঙ্গলে মাধবপুর,ভানুগাছ বাজার সহ কমলগঞ্জ, ও মুন্সিবাজার পর্যন্ত কয়েক হাজার পরিবার বন্যার পানিতে পানিবন্দী সহ চরম দূর্ভোগে পড়বে।
এদিকে অনেকে অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ড গোটা কয়েক জায়গায় নদীর পাড় কেটে নদীর বাঁধে মাটি ফেলে লোক দেখানোর কাজ করছে । এলাকাবাসীর অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারনে শতাধিক বন্যা কবলিত গ্রামে হাজার হাজার পানিবন্দি সহ মানুষের সীমাহীন দুর্ভোগ বাড়ছে।
এদিকে অনেকে অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ড গোটা কয়েক জায়গায় নদীর পাড় কেটে নদীর বাঁধে মাটি ফেলে লোক দেখানোর কাজ করছে । এলাকাবাসীর অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারনে শতাধিক বন্যা কবলিত গ্রামে হাজার হাজার পানিবন্দি সহ মানুষের সীমাহীন দুর্ভোগ বাড়ছে।