মোরা'র আঘাতে লণ্ডভণ্ড লামা

নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছে অসহায় মানুষ
অনলাইন ডেস্কঃ ১১০ থেকে ১৩৫ কিলোমিটার বেগে বান্দরবানে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় 'মোরা'। ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে লণ্ডভণ্ড হতে শুরু করেছে বান্দরবানের ৭টি উপজেলা।

মঙ্গলবার ভোর ৫টার পর থেকে লামায় শুরু হয় দমকা হাওয়া এবং সেই সাথে রয়েছে বৃষ্টিপাত। ‘মোরা’র আঘাত শুরু হওয়ার সাথে সাথে বাড়ছে বাতাসের গতিবেগ। প্রচণ্ড বাতাসে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে অধিকাংশ কাঁচা-পাকা ঘরবাড়ি।

ঘূর্ণিঝড়ের সঙ্গে দমকা বাতাসে উপড়ে যাচ্ছে গাছপালা। অনেক জায়গায় ধসে পড়েছে পাহাড়। নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছে অসহায় মানুষ। তবে এখনো পর্যন্ত কোন প্রাণহানীর খবর পাওয়া যায়নি।

আশ্রয়হীন মানুষের নিরাপদ অবস্থানের জন্য বিদ্যালয় গুলোকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, পরিস্থিতি মোকাবেলায় প্রচুর শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও কম্বল মজুদ রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস।

Post a Comment

Previous Post Next Post