ঘূর্ণিঝড় মোরা'র আঘাতে বিধ্বস্ত সেন্টমার্টিন

ঘূর্ণিঝড় মোরা'র আঘাতে বিধ্বস্ত সেন্টমার্টিন
অনলাইন ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন সমুদ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোরা। ঝড়ে সেন্টমার্টিনে দুই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৩০ মে) ভোরে এসব এলাকায় প্রচণ্ড বেগে বাতাস বইছে। সঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে।

সেন্টমার্টিন দ্বীপের স্থানীয়সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ের আঘাতে ভোর চারটার পর থেকে সেন্টমার্টিন লন্ডভন্ড হতে শুরু করে। ছয়টা নাগাদ সেন্টমার্টিনের দুই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে কাঁচা ঘর বেশি। আধাপাকা ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশির ভাগ ঘরের চালা উড়ে গেছে।

এ ছাড়া বহু গাছপালা বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ভোর চারটার দিকে ঘূর্ণিঝড় মোরা টেকনাফ ও সেন্টমার্টিন এলাকা অতিক্রম করতে শুরু করেছে। এসব এলাকায় এখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার।

Post a Comment

Previous Post Next Post