অনলাইন ডেস্কঃ দুই সপ্তাহ কাটতে না কাটতেই ফের সীমান্তে অভিযান করলেন পাকিস্তান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া৷ শনিবার সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখার জন্যই তিনি এই স্থানে অভিযান চালিয়েছেন৷ সম্প্রতি দুই ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদের ঘটনায় সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত। সেই ঘটনাটির তদন্ত করতেই তিনি নিকিয়াল সেক্টরে আসেন৷
ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেসনস সূত্রে জানা গিয়েছে, ভারতের সংঘর্ষবিরতি চুক্তির কার্যকর প্রতিক্রিয়া করেছে পাকিস্তান৷ এই প্রসঙ্গেই বাজওয়া পাকিস্তান সেনাদের কার্যনির্বাহীর যথেচ্ছ প্রশংসা করেন৷ শনিবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলাতে পাকিস্তান সেনারা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে৷ এরফলে দুজনের মৃত্যু হয় এবং তিনজন আহত হয়৷ সীমান্তে মর্টার বোম্ব এবং শক্তিশালি অস্ত্রশস্ত্রের সাহায্যে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে। সাম্প্রতিককালে এটি তৃতীয় সংঘর্ষবিরতি চুক্তি৷ শেষ কয়েক সপ্তাহ ধরেই এই দুই দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত৷ সেই কারণেই সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতেই এদিন সীমান্তে আসেন বাজওয়া৷ তবে, তিনি একা ছিলেন না৷ তার সঙ্গেই পরিস্থিতি পরিদর্শন করতে এসেছিলেন রাওয়ালপিন্ডি কর্পোরেশন লেফটেন্যান্ট কমান্ডার জেনারেল নাদিম রাজা। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।