উত্তর কোরিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা চাপাতে যাচ্ছেন ট্রাম্প

উত্তর কোরিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা চাপাতে যাচ্ছেন ট্রাম্প
অনলাইন ডেস্কঃ রবিবার উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর আরও কড়া অবস্থান নিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় সঙ্গে সঙ্গেই উত্তর কোরিয়ার উপর আরও কড়া নিষেধাজ্ঞা চাপিয়েছেন। হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের এই সব উস্কানির বিরুদ্ধে এবার সব দেশের একজোট হয়ে তার উপর নিষেধাজ্ঞা চাপানোর সময় হয়েছে। উত্তর কোরিয়া দীর্ঘ দিন ধরেই সারা বিশ্বের কাছে তীব্র মাথাব্যথার কারণ হয়ে রয়েছে। ক্রমে সেই মাথাব্যথা আরও বাড়ছে।

পিয়ংইয়ং–র ছোড়া ব্যালিস্টিক মিসাইলটি ৭০০ কিলোমিটার উড়ে গিয়ে জাপান সমুদ্রে পড়ে। জাপান সমুদ্রকে তিন দিক দিয়ে বেষ্টন করে রেখেছে কোরিয়া উপদ্বীপ, জাপান এবং পূর্ব রাশিয়া। বিবৃতিতে সেকথা উল্লেখ করে হোয়াইট হাউস বলেছে, রাশিয়ার মূল ভূখণ্ডের খুব কাছে গিয়ে পড়েছে মিসাইলটি। রাশিয়া এতে খুব একটা খুশি হয়নি বলেই মনে করছে আমেরিকা।

প্রথমে উত্তর কোরিয়ার উপর সেনা অভিযানের হুমকি দিলেও এসপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একটি সাক্ষাৎকারে কিছুটা সুর নরম করেছিলেন। তিনি বলেন, কিম জং উন যদি তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চান,তাহলে তিনি সম্মানিত বোধ করবেন। উপযুক্ত সময়ে সেই সাক্ষাৎ হবে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। কিন্তু রবিবারের পর ফের নিজের সুর বদলে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট।

উত্তর কোরিয়ার এই পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কড়া নিন্দা করেছে দক্ষিণ কোরিয়াও। দেশের নতুন প্রেসিডেন্ট মুন জায় ইন বলেছেন, কোরিয়া উপদ্বীপের শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিঘ্নিত করার প্রচেষ্টা এটা। সূত্র: আজকাল

Post a Comment

Previous Post Next Post