পহেলা বৈশাখে সকলকে সতর্ক থাকার পরামর্শ র‌্যাব ডিজির

পহেলা বৈশাখে সকলকে সতর্ক থাকার পরামর্শ র‌্যাব ডিজির
নিউজ ডেস্কঃ পহেলা বৈশাখে নববর্ষ অনুষ্ঠানে যে কোনো ধরণের নাশকতা এড়াতে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন র‌্যাপিড একশান ব্যাটেলিয়ান (র‌্যাব)-এর মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমদ।

শনিবার বিকেলে সিলেটে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেনজির বলেন, পহেলা বৈশাখে যাতে কোনো নাশকতামূলক কিছু না ঘটে এ জন্য সবধরণের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। সব আইনশৃঙ্খলাবাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। জনগনকেও সতর্ক থধাকতে হবে।

শনিবার দুপুরে সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহল পরিদর্শনে আসেন র‌্যাব মহাপরিচালক। জঙ্গি বিরোধী সেনাবাহিনীর ‘অপারেশন টোয়াইলাইট’ শেষ হওয়ার গত ৩ এপ্রিল থেকে এই ভবনের বিস্ফোরক নিস্ক্রিয়করতে ‘অপারেশন ক্লিন আতিয়া মহল’ পরিচালনা করছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ও ডগ স্কোয়ার্ড ইউনিট।

শনিবার দুপুরে আতিয়া মহল এলাকায় গিয়ে এই অভিযানের কার্যক্রম পরিদর্শন করেন বেনজীর আহমদ। এরপর আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণে আহতদের দেখতে ওসমানী হাসপাতালে যান তিনি।

বিকেলে র‌্যাব-৯ এর নবনির্মিত কার্যালয় র‌্যাব কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষায়িত এই বাহিনীটির প্রধান বলেন, অভিযানে এখন পর্যন্ত আতিয়া মহলের ৩ তলা পর্যন্ত পরিষ্কার করা সম্ভব হয়েছে। এ পর্যন্ত ৯টি বিস্ফোরক ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, জঙ্গিরা পুরো ভবনের বিভিন্ন স্থানে বিস্ফোরক বসিয়েছিলো। সিঁড়িতে তারের মাধ্যমে সিরিজ বোমা রেখেছিলো। এছাড়া বোমা বানানোর সার্কিটসহ বিভিন্ন ধ্বংসান্তক সরঞ্জামাদি এই ভবনে পাওয়া গেছে।

পুরো ভবনটি বিস্ফোরকমুক্ত করতে আরো কিছু সময় লাগবে জানিয়ে তিনি বলেন, বিস্ফোরকমুক্ত করার পর ভবনটি পুলিশকে বুঝিয়ে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল আনোয়ার হোসেন, র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল আবু হায়দার আজাদ আহমদ, র‌্যাবের পরিচালক (পরিচালক) লে, কর্ণেল মাহবুব হাসান, গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্ণেল মুফতি মাহমুদ খান।

সিলেট নগরীর ২৭ নং ওয়ার্ডের শিববাড়ি এলাকার পাঁচ তলা ভবন আতিয়া মহলে জঙ্গি আস্তানা সন্দেহে ২৩ মার্চ মধ্যরাত থেকে ঘিরে রাখে পুলিশ। ২৫ মার্চ অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারাকমান্ড দল। ২৮ মার্চ অভিযান শেষে ৪ জঙ্গি নিহতের খবর জানায় সেনাবাহিনী। ২৫ মার্চ আতিয়া মহলের পাশে দুটি বিস্ফোরনে নিহত হন র‌্যাব ও পুলিশের কর্মকর্তাসহ ৯ জন।

Post a Comment

Previous Post Next Post