বাংলাদেশকে সাড়ে ৪০০ কোটি ডলার ঋণ দেবে ভারত

বাংলাদেশকে সাড়ে ৪০০ কোটি ডলার ঋণ দেবে ভারত
অনলাইন ডেস্কঃ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সাড়ে ৪০০ কোটি ডলার ঋণ দেবে ভারত।

শনিবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি বলেন, আমাদের এ পারস্পরিক সহযোগিতার ফল দু’দেশের জনগণের মঙ্গল বয়ে আনবে এবং তা নিয়ে কাজ করতে আমরা দু’দেশই প্রতিজ্ঞাবদ্ধ।

মোদি আরও বলেন, আজ আমরা আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করেছি। এর মধ্যে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। বর্তমান আন্তঃসংযোগ থেকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তিনি জানান, নোমালিগড় থেকে পার্বতীপুর ডিজেলের পাইপলাইনে অর্থায়ন ও হাইস্পিড ডিজেল সাপ্লাইয়ের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তি হতে যাচ্ছে।

সামরিক খাত সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী বলেন, সামরিক খাতে ৫০০ মিলিয়ন ডলার সহযোগিতা দেওয়ার ঘোষণা দিচ্ছে ভারত। এটা বাংলাদেশের চাহিদার ভিত্তিতে দেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post