টানা বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষতি




হিফজুর রহমান তুহিন : একটানা ঘন প্রচন্ড বর্ষনে ও উজান নেমে আসা পাহাড়ি ঢলে কমলগঞ্জ উপজেলার অঞ্চলের ৯টি গ্রামের প্রায় এক হাজার বিঘা জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। লাঘাটা নদী ভরাট ও ঝোপ জঙ্গলে ভরপুর থাকায় দ্রুত পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় জলাবদ্ধ পানিতে ওই এলাকার বোরো ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন না।
সরেজমিনে দেখা যায়,উপজেলায় পতনউষার ইউনিয়নের ধূপাটিলা, হালাবাদি,মাইজগাঁও,পতনঊষার, চন্দ্রপুর গ্রাম,শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও, কেচুলোটি, ভাদাইর দেউল গ্রামের আংশিক ও মুন্সীবাজার ইউনিয়নের রূপষপুর গ্রাম এলাকার বোরো আবাদী জমি পানিতে তলিয়ে গেছে। উজান থেকে বৃষ্টির পানি নামতে থাকায় কেওলার হাওর এলাকায় পানি বাড়ছে। ফলে আবাদী বোরো ফসলি জমি থেকে দ্রুত পানি নিস্কাশন না হওয়ায় এবং থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকার কারনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
ধূপাটিলা গ্রামের সেলিম মিয়া, শেলি বেগম, পতনউষারের তোয়াবুর রহমান, রুপষপুরের মোজাহিদ আলী ও লাঘাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) লিমিটেড এর সম্পাদক সিদ্দিকুর রহমান সহ ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন,আকষ্মিক বৃষ্টির ঢলে অঞ্চলের বোরো নির্ভরশীল কৃষকদের আবাদি প্রায় ৫০ হেক্টর জমি সম্পূর্ণরূপে তলিয়ে গেছে। ফলে গরিব কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তারা আরও বলেন, আউশ ও আমন মৌসুমে বন্যার ক্ষয়ক্ষতির আশঙ্কায় এসব এলাকার কৃষকরা বোরো নির্ভরশীল হয়ে উঠেন।এখন বোরো ফসল তলিয়ে যাওয়ায় তাদের বড় ধরনের ক্ষতি গুনতে হচ্ছে।
পতনঊষার ইউনিয়নের শেরওয়ান আলী ও জানা যায় পতনউষার ও রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত হয়ে লাঘাটা নদী ভরাট ও ঝোপজঙ্গলে ভরপুর হয়ে যাওয়ায় অঞ্চল দিয়ে মনু নদীতে দ্রুত পানি নিস্কাষিত হতে পারছে না। ফলে কেওলার হাওরকে কেন্দ্র করে জলাবদ্ধতা তৈরি হয়েছে। তারা বলেন, পতনউষার ও কামারচাক এলাকা দিয়ে লাঘাটা নদী সংস্কার ও ঝোপজঙ্গল পরিস্কার করলে ঢলের পানি দ্রুত নিস্কাষিত হলে কৃষকদের এতো ক্ষয়ক্ষতি হবে না।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: শামছুদ্দীন আহমদ বলেন, সবমিলিয়ে অঞ্চলে গুলোতে প্রায় ২০ হেক্টর তলিয়ে গেছে। তবে পানি দ্রুত নিষ্কাষিত হলে তেমন ক্ষয়ক্ষতি হবে না। এ বিষয়ে লাঘাটা নদী সংস্কারের জন্য এলজিইডি’র পক্ষ থেকে উর্দ্বতন পর্যায়ে আলোচনা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post