আইপিএল শেষ অশ্বিনের

আইপিএল শেষ অশ্বিনের
স্পোর্টস ডেস্কঃ আর কিছুদিন পড়েই শুরু হবে আইপিএলের দশম আসর। তবে এর আগে বড় এক ধাক্কা খেলো রাইজিং পুনে। `স্পোর্টস হার্নিয়া` সমস্যার কারণে ছয় থেকে আট সপ্তাহ মাঠের ‍বাইরে থাকতে হবে ভারতীয় স্পিন সেনসেশন রবিচন্দ্রন অশ্বিনের। ফলে আইপিএলের চলতি মৌসুমে পুনের হয়ে আর মাঠে নামা হচ্ছে না এই তারকার।

এদিকে চলতি বছর ভারতের হয়ে দুর্দান্ত কেটেছে অশ্বিনের। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩টি টেস্ট খেলে এক মৌসুমে সর্বোচ্চ ৮২ উইকেট নিয়ে নেওয়ার রেকর্ড গড়েছেন।

আগামী ৫ এপ্রিল (বুধবার) দশম আইপিএলের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে লড়বে গতবারের দুই ফাইনালিস্ট চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরদিন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে অশ্বিনবিহীন পুনে।

উল্লেখ্য, এর আগে ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে একই ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন অশ্বিন।

Post a Comment

Previous Post Next Post