আইপিএলে ফিরছেন কোহলি

আইপিএলে ফিরছেন কোহলি
অনলাইন ডেস্কঃ উৎকণ্ঠার অবসান। আপাতত সুস্থ রয়েছেন বিরাট কোহলি। খেলতে পারবেন ১৪ তারিখের আইপিএল ম্যাচে। জানিয়ে দিল বিসিসিআই। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন কোহলি। এদিন সম্মুখ সমরে থাকবে মুম্বই ইন্ডিয়ানস। সুস্থ হয়ে আইপিএলে ফিরছেন বিরাট কোহলি। আগামীকাল শুক্রবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস। ওইদিনই ব্যাঙ্গালুরুর হয়ে এবারের আসরে প্রথম বারের মতো মাঠে নামবেন ভারতীয় ব্যাটিং সেনসেশন। গত মাসে রাঁচিতে ভারত–অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন বিরাট। তারপরেই মাঠ থেকে দূরেই ছিলেন তিনি। চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে ছিলেন। চোটের কারণে আইপিএল–এ খেলাও অনিশ্চিত হয়ে পড়েছিল। বুধবারই বিসিসিআইয়ের মেডিক্যাল টিম কোহলিকে পরীক্ষার পর ফিটনেস সার্টিফিকেট দেয়। সেইসঙ্গে জানিয়ে দেয় ১৪ এপ্রিলের ম্যাচে মাঠে নামতে পারবেন রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক বিরাট কোহলি। চোটের কারণে আগের তিনটি ম্যাচ খেলতে পারেননি তিনি। তার মধ্যে দুটি ম্যাচ হেরেছে আরসিবি। কোহলি ফিরে আসলে সেই খামতি অনেকটাই পূরণ হয়ে যাবে বলে মনে করছে আরসিবি টিম ম্যানেজমেন্ট।

Post a Comment

Previous Post Next Post