নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ দিন হতে আমাদের দেশে চলে আসছে বিভিন্ন ধরনের মেলার উৎসব। দেশের বিভিন্ন জায়গায় তেমনি উৎসব হয়ে থাকে, তেমনি নতুনত্ব ও বৈচিত্রময় সম্ভারে নিয়ে আসে কমলগঞ্জ (পতনঊষার) নয়াবাজার শ্রীরাম পুরের চৈত্র মেলা। মূলতো সামাজিক উদ্দেশ্য এ মেলার আয়োজন হয়ে থাকে। মেলাতে যে আনন্দঘন পরিবেশে হয় সমাজিক প্রানের স্পর্শ। সমাজিক মিলনের সেই ধরায় মৌলভীবাজার কমলগঞ্জ পতনউষার ইউনিয়নে "নয়াবাজার শ্রীরাম"১৭তম বারের সফলতায় প্রতি বছরে ন্যায় অনুষ্টিত হলো ১১ ও ১২ এপ্রিল দুই দিন ব্যাপী চৈত্র মেলায় আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্টান।
ছাত্রলীগ নেতা ইমদাদুর রহমান বুলবুলের পরিচালনায় ও মেলা উদযাপন পরিচালনা কমিঠির সভাপতি আব্দুল মান্নান মনুয়ারের সভাপতিত্বে-
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১ নং রহিম পুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান জনাব ইফতেখার আহমেদ বদরুল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ২ নং পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান ইন্জিনিয়ার তৌওফিক আহমেদ বাবু, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আব্দুন-নুর মাষ্টার, ৫ নং ওয়ার্ডের ইউপি/
সদস্য আব্দুস ছোবহান বাবু, নয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি জনাব জুনেদ আহমেদ, জাতীয় বিদ্যুৎ সমিতি কুলাউড়া শাখার জনাব আনছার আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাবেক প্যানেল চেয়ারম্যান ও বর্তমান পতনউষার ইউনিয়নের ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, ইউপি সদস্য সায়েক আহমেদ, অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, নয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শামছুর রহমান, সমাজ সেবক মুনমুন আহমেদ নেছার, নয়াবাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হেলাল আহমেদ চৌধুরী, ছাত্রলীগ নেতা আবুল বসর জিল্লুল, ক্রীড়া সংগঠক সাংবাদিক মিজানু রহমান মিষ্টার, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সভাপতি ফয়ছল আহমেদ, পতনউষার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজিজুল হক পিপুল, লেখক সাংবাদিক হিফজুর রহমান তুহিন, রুমেল আহমেদ, রাহুল আহমেদ শিবির, সিজান আহমেদসহ প্রমুখ। অনুষ্টান শেষে অনুষ্টিত হয় সংস্কৃতি অনুষ্টান ও লাকী কূপন। বিজয়ী হাতে পুরষ্কার তোলে দেন মেলা উদযাপন কমিঠির সদস্যবৃন্দ।