মাশরাফিরা ঢাকায়

মাশরাফিরা ঢাকায়
স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ ৪০ দিনের শ্রীলঙ্কা সফর শেষে আজ শুক্রবার (৭ এপ্রিল) দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কান এয়ারলাইনস যোগে বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে মাশরাফিবাহিনী। তবে সাকিব শ্রীলঙ্কা থেকেই আইপিএল খেলতে ভারত চলে গেছেন।

শ্রীলঙ্কা সফরে নিজেদের শততম টেস্ট ম্যাচের জয়ের স্বাদ পায় বাংলাদেশ। আর এই জয়ে দুই ম্যাচ সিরিজের টেস্ট সিরিজ শেষ হয় ১-১ এ সমতায়। এদিকে টেস্টের পর সমতায় শেষ হয় ওয়ানডে সিরজেও। তিন ম্যাচ সিরিজের ওয়ানডের প্রথমটিতে জয়ের পর দ্বিতীয়টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তৃতীয়টিতে স্বাগতিকদের কাছে হেরে ১-১ এ সমতায় শেষ করছে।

এদিকে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে বিদায় নেন মাশরাফি। আর ওই ম্যাচে হেরে যায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে সিরিজে সমতা আনার পাশাপাশি জয় দিয়ে মাশরাফিকে বিদায় জানায় বাংলাদেশ।

Post a Comment

Previous Post Next Post