বর্ষবরণ রাঙাতে আলপনা উৎসব

বর্ষবরণ রাঙাতে আলপনা উৎসব
অনলাইন ডেস্কঃ পহেলা বৈশাখ ১৪২৪ উপলক্ষে ঢাকাসহ দেশের ৫টি প্রধান শহরে রাতভর চলেছে আলপনা আঁকার উৎসব। বৃহস্পতিবার রাতে ‘আলপনায় বাংলাদেশ’ নামের এই কর্মসূচি যৌথভাবে উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

দেশে এই প্রথমবারের মতো বাংলা নববর্ষের প্রথম প্রহরে ঢাকাসহ দেশের ৫টি প্রধান শহর ঐতিহ্যবাহী আলপনার রঙে রঙিন হয়ে উঠবে। এর মধ্যে ঢাকার মানিক মিয়া এভিনিউ, চট্টগ্রামের ডিসি হিল এলাকা, রাজশাহীর পদ্মা নদীর পার, খুলনার শিববাড়ি সার্কেল, বরিশালের বঙ্গবন্ধু পার্ক রোড এবং ময়মনসিংহের টাউন হল সার্কেলে আলপনা উৎসবের আয়োজন করা হয়েছে।

আলপনা আকার কাজটি অরগানাইজ করছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মুশফিক মামুন বলেন, "বাংলা নববর্ষ উপলক্ষ্যে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়নে আলপনার কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এছাড়া এই উৎসব ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোতেও করা হচ্ছে। "

Post a Comment

Previous Post Next Post