ইডেনে পাঞ্জাবের বিপক্ষে কলকাতার সহজ জয়

ইডেনে পাঞ্জাবের বিপক্ষে কলকাতার ৮ উইকেটে জয়
স্পোর্টস ডেস্কঃ একটা নতুন কৌশল চালিয়েছিলেন গৌতম গম্ভীর। তা যে এভাবে কাজে লেগে যাবে তা কে ভেবেছিল। কিংস ইলেভেন পাঞ্জাবের দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই গম্ভীরের সঙ্গে নেমে পড়লেন সুনীল নারাইন। এতদিন তার বলে বিপক্ষ দল কাবু হয়েছে। এদিন ব্যাট হাতে ভয়ংকর মূর্তিতে হাজির হলেন এই ক্যারিবিয়ান স্পিনার। মাত্র ১৮ বলে ৩৭ রান করলেন। মারলেন ৪টি চার এবং ৩টি ছয়। গম্ভীরের সঙ্গে ওপেনিং জুটিতে যোগ করলেন ৭৬। ম্যাচ ওখানেই শেষ।

কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর অপরাজিত থাকলেন ৭২ রানে। তার ইনিংসে ছিল ১১টি চার। রবিন উথাপ্পা করেছেন ২৬। মানিশ পাণ্ডে করেছেন অপরাজিত ২৫ রান। যার সুবাদে কলকাতা নাইট রাইডার্স ৮ উইকেটে হারাল কিংস ইলেভেন পাঞ্জাবকে। এবারের আইপিএলে প্রথম হারের মুখ দেখতে হল পাঞ্জাবকে। কলকাতা তিনটি ম্যাচ খেলে দুটিতে পেল জয়। মাত্র ১৬.‌৩ ওভারেই ১৭১ রান তুলে নিল কলকাতা।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। রাতে শিশিরের কথা ভেবেই এই সিদ্ধান্ত। ম্যাক্সওয়েল বাহিনী শেষপর্যন্ত থামল ১৭০/‌৯ রানে। আইপিএল দশে প্রথমবার খেলতে নেমেই চার উইকেট নিলেন উমেশ যাদব। হ্যাটট্রিকও পেতে পারতেন। অল্পের জন্য হল না। ২টি উইকেট পেলেন ক্রিস ওকস।

পাঞ্জাবের হয়ে বড় রান কেউ পাননি। ঋদ্ধিমান সাহা (‌২৫)‌ হাসিম আমলা (‌২৫)‌, মনন ভোরা (‌২৮)‌, গ্লেন ম্যাক্সওয়েল (‌২৫)‌, ডেভিড মিলার (‌২৮)‌–রা ভাল শুরু করেও খেই হারিয়ে ফেললেন। যার সুবিধা নিয়ে গেল কলকাতা। তবে নাইটদের ফিল্ডিং নিয়ে প্রশ্ন থাকল। ম্যাচ জিতলেও একাধিক ক্যাচ ছেড়েছেন সুনীল নারাইনরা।

ইডেনে দশম আইপিএলের প্রথম ম্যাচে কয়েকটি পরিবর্তন আনে কলকাতা। চোটের জন্য দলে নেই ক্রিস লিন। তার বদলে দলে ঢুকলেন রবীন উথাপ্পা। দলে এসেছেন কলিন ডি গ্রান্ডহোমও। মুম্বাই ম্যাচের পর দল থেকে বাদ পড়েছেন অঙ্কিত রাজপুত এবং কুলদীপ যাদব। তাদের পরিবর্তে দলে এলেন চোট সারিয়ে উমেশ যাদব এবং পীযূষ চাওলা। পাঞ্জাব দলে একটি পরিবর্তন হয়েছে। নটরাজনের বদলে প্রথম একাদশে জায়গা পেলেন ইশান্ত শর্মা।

Post a Comment

Previous Post Next Post