অলিম্পিকে যুক্ত হতে যাচ্ছে ক্রিকেট

অলিম্পিকে যুক্ত হতে যাচ্ছে ক্রিকেট
অনলাইন ডেস্কঃ দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ- অলিম্পিক গেমসের ক্রিকেটের মত একটি জনপ্রিয় খেলা নেই। সময় এবং অংশগ্রহণকারীরর সংখ্যা বিচার করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কখনোই এই খেলাটিকে অলিম্পিক গেমস হিসেবে স্বীকৃতি দেয় না। ক্রিকেটের অভিভাবক সংস্থাও খেলাটিকে অলিম্পিকে অন্তর্ভূক্ত করার জন্য সঠিক পদক্ষেপ নেয়নি। তবে এবার ঠিকই ক্রিকেটকে অলিম্পিকের অন্তর্ভূক্ত করার চিন্তা করছে আইসিসি। কার্যনির্বাহী বোর্ডের সিদ্ধান্ত হলে আগামী ২০২৪ অলিম্পিক গেমসে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করার আবেদন জানানো হবে বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বহী ডেভ রিচার্ডসন। লন্ডনে একটি অনুষ্ঠানে এ বিষয়ে আইসিসি প্রধান নির্বাহী বলেন, ‘আগামী জুলাইয়ের মধ্যেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে, ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভূক্ত করার আবেদন করবো কি না। কারণ, ২০২৪ অলিম্পিক গেমসে অন্তর্ভূক্তির আবেদন করতে হবে এ বছরের সেপ্টেম্বরের মধ্যেই। যদি বোর্ড সিদ্ধান্ত নেয়, তাহলে সেপ্টেম্বরের মধ্যেই আমরা সঠিক প্রক্রিয়া অনুসরণ করে আবেদনটি করবো।’ অলিম্পিকে কোন ফরম্যাটে ক্রিকেট খেলাটি অনুষ্ঠিত হবে এ বিষয়ে ডেভ রিচার্ডসন বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটকেই অলিম্পিকে অন্তর্ভূক্ত করার আবেদন জানাবো আমরা। টুর্নামেন্টটি হবে ৬ থেকে আট দলের।’ আইসিসি প্রধান নির্বাহী জানান, তিনি নিজে এবং সদস্য দেশগুলো প্রায় সবাই চায়, ক্রিকেট অলিম্পিকে অন্তর্ভূক্ত হোক। সুতরাং, জুলাইর মধ্যে এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেয়া খুব বেশি কঠিন হবে না বলে মনে করেন তিনি।

Post a Comment

Previous Post Next Post