মাহবুব চৌধুরী ফাউন্ডেশন এর কার্যক্রম

মাহবুব চৌধুরী ফাউন্ডেশন এর কার্যক্রম
নিউজ ডেস্কঃ ‘মাহবুব চৌধুরী ফাউন্ডেশন’ এর আর্থিক সহযোগিতা ও তত্ত্বাবধানে সম্প্রতি নির্মিতব্য কুলাউড়ার বালিচারী গ্রামে ‘বাইতুল আমির জামে মসজিদ’টি ইসলামিক স্থাপত্য শৈলীর  এক অপূর্ব নিদর্শন। মসজিদটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেন বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব কাদির আহমদ চৌধুরী। প্রতিষ্ঠার পর থেকে ‘মাহবুব চৌধুরী ফাউন্ডেশন’ সেবামূলক এ প্রতিষ্ঠানটি উপজেলার করেরগ্রামে বাইতুল আরিফ জামে মসজিদ, করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী ও গেইট নির্মাণ, কুলাউড়া রেলওয়ে জামে মসজিদসহ বিভিন্ন মাদ্রাসা, স্কুল, মসজিদ ও এতিমখানায় আর্থিক সাহায্য এবং দুস্থ ও অসহায় গরীব পরিবারবর্গদের বাড়ি নির্মাণসহ শিক্ষা, চিকিৎসায় অনুদান ও সেবা দিয়ে আসছে। এছাড়া প্রতিষ্ঠানটি নিউইয়র্ক সিটি এর প্রি-স্কুল প্রোগ্রাম (Pre-School Program) এ আর্থিক সাহায্য দিয়ে থাকে।

বর্তমানে ‘মাহবুব চৌধুরী ফাউন্ডেশন’ কুলাউড়ায় একটি স্পেসালাইজড হসপিটাল নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য ‘মাহবুব চৌধুরী ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা জনাব মাহবুব হোসেন চৌধুরী কুলাউড়া রেল স্টেশনস্থ চৌধুরী বাড়ি নিবাসী জনাব আলহাজ্ব কাদির আহমদ চৌধুরী ও আফরোজা বেগম চৌধুরীর পুত্র। যুক্তরাষ্ট্র প্রবাসী মাহবুব হোসেন চৌধুরী বর্তমানে নিউইয়র্কে অবস্থিত ইনভেস্টমেন্ট কোম্পানী এক্সপ্লোর ক্যাপিটাল (Explore Capital) এবং এম.সি (M.C Group) গ্রুপ এর কর্ণধার।

Post a Comment

Previous Post Next Post