হিফজুর রহমান তুহিন, কমলগঞ্জঃ
২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলার পতনঊষার (শ্রীরাম পুর) স্কুলে আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। ২১ তারিখ সকাল ১০টার দিকে অত্র বিদ্যালয় হল রুমে এ সভার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহঃকারি শিক্ষক আব্দুল আহাদের পরিচালনায় আলোচনা বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন নয়াবাজার ব্যাবসায়ি সমিতির সাধারন সম্পাদক মোঃ মনোয়ার আহমদ, পতনঊষার ইউনিয়ন ছাত্রলাীগ নেতা শামছুর রহমান, নয়াজার বাজার ব্যাবসায়ি সমিতির সাধারন সম্পাদক হেলাল আহমদ চৌঃ, আব্দুন-নূর নূরজাহান চৌঃ কল্যাণ টাষ্টের সমন্বয়কারী সাংবাদিক মিজানুর রহমান মিষ্টার, লেখক সাংবাদিক হিফজুর রহমান তুহিন, মুসফিকুর রহমান রতন, ইমরান আলী রাজু, ইউকে প্রবাসী ছাত্র লীগ নেতা ইমদাদুর রহমান বুলবুল, বিদ্যালয়ের শিক্ষক আব্দুল করিম। আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন। আলোচনা শেষে কোমল মতি ছাত্র/
ছাত্রীদের হাতে পুরষ্কার দেন অতিথিবৃন্দ। পরে মোনাজাতের মাধ্যমে ভাষা শহীদদের জন্য দোয়া করা হয়।
এদিন ভোরে সমাজিক রাজনৈতিক বিভিন্ন সংঘটনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় । অনুষ্টানের আগে ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।