স্টাফ রিপোর্টারঃ গত ২১ শে ফেব্রুয়ারি ইয়ুথ এন্ডিং হ্যাঙ্গার মেট্রোপলিটন ইউনিভার্সিটি
ইউনিট সিলেট এর পক্ষ হতে "আমাদের সড়ক রাখিব নিরাপদ" এই স্লোগান কে সামনে
রেখে এক গনসাক্ষরের আয়োজন করা হয়। এতে অংশগ্রহন করেন মেট্রোপলিটন
ইউনিভার্সিটির উপাচার্য মোঃ সালেহ উদ্দিন সহ ইউনিভার্সিটির শিক্ষক ও
অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া আরও অংশগ্রহন করেন শহিদ মিনারে আসা বিভিন্ন
শ্রেনীর পেশার মানুষজন। গনসাক্ষরতা অভিযানের মুখ্য উদ্দেশ্য ছিল, সব
শ্রেনীর পেশার মানুষ কে নিরাপদ সড়ক চাই সম্পর্কে সচেতন করা, যাতে সবাই
নিরাপদ সড়ক চাই আইন সম্পর্কে সচেতন হতে পারে, সবাই সচেতনতার সাথে চলাফেরা
করতে পারে। প্রতি বছর শুধু সড়ক দুর্ঘটনায় বহু মানুষ মারা যায় অসচেতনতার
কারনে।
এরই মধ্য দিয়ে
সম্পন্ন হল মেট্রো ইউনিটের জরিপের কার্যক্রম। এই গনসাক্ষর অভিযানে নেতৃত্ব
দেন ফেসিলিটেটর কামাল আহমদ গাজী ও মারুফুজ্জামান অসিন, সিলেট জেলার
ইয়ূথ লিডারদের মধ্যে উপস্থিত ছিলেন, রবিউল, লিজা, সেলিম, সালাম,
ফাবলিহা, জেরিন, পলি, সিপার, ফাহিম, জাহেদ, আবিদ, সারওয়ার প্রমুখ ।