বিশেষ প্রতিনিধিঃ অমর একুশে গ্রন্থমেলায় গাজী সাইফুল হাসান-এর ‘দ্য ট্যাংক ব্যাটল অব শিরোমণি’ ও ‘ছোটদের বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়’ শিরোনামে দুইটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থ দুইটি প্রকাশ করেছে ঢাকার কামরুল বুক হাউস। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে কামরুল বুক হাউসের ৪১৪ ও ৪১৫ নং স্টলে বই দুইটি পাওয়া যাচ্ছে। এছাড়াও রকমারি.কম-এর মাধ্যমে বই দুইটি সংগ্রহ করা যাবে।
‘দ্য ট্যাংক ব্যাটল অব শিরোমণি’ ১৯৭১ সালের ১০-১৭ ডিসেম্বর খুলনা জেলার শিরোমণি ও সংলগ্ন অঞ্চলে সংগঠিত মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে রচিত। ঐসময়ে পাকিস্তানি বাহিনীর সাথে শিরোমণিতে মুক্তিযোদ্ধা ও ভারতীয় সহযোগী বাহিনীর ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়। শিরোমণি ও সংলগ্ন অঞ্চল পাকিস্তানী শত্রুমুক্ত হয় ১৭ ডিসেম্বর, ১৯৭১ সালে। নানাবিধ বিবেচনায় দেশ ও বিদেশে শিরোমণির ট্যাংক ব্যাটল ঐতিহাসিক মর্যাদা লাভ করেছে। গ্রন্থটিতে শিরোমণি’র ট্যাংক ব্যাটল সম্পর্কিত তথ্যের পাশাপাশি শিরোমণি অঞ্চলের পরিচিতি, শিরোমণি যুদ্ধের গুরুত্ব, প্রকাশিত নানা গ্রন্থে শিরোমণি যুদ্ধ বিবরণ, সাম্প্রতিক পত্র-পত্রিকা ও সাহিত্যাঙ্গনে শিরোমণি যুদ্ধকথার উল্লেখ গ্রন্থটিকে নতুন মাত্রা দিয়েছে। ৬৪ পৃষ্ঠার এই গ্রন্থটির মূল্য ১২০ টাকা।
‘ছোটদের বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়’ গ্রন্থটি ছোটদের পাঠোপযোগী করে লেখা। ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়-এর জন্ম ১৮৬১ সালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়–লী গ্রামে। ভারতবর্ষে বাঙালিদের মুক্তির জন্য চাকুরির পরিবর্তে ব্যবসাকে গ্রহণের গুরুত্ব ও সেপ্রসঙ্গে তিনি পথও দেখিয়েছিলেন। তিনি সকল সময় মাতৃভাষায় শিক্ষার্জনের কথা বলতেন। অনাড়ম্বর এই বিজ্ঞানী সারাজীবন শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের উন্নয়নে সময় ও অর্থ ব্যয় করেছেন। প্রখ্যাত ছড়াকার সুকুমার রায় ও দেশবরেণ্য রাজনীতিবিদ এ.কে. ফজলুল হক-এর প্রিয় শিক্ষক ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বিজ্ঞানীর জীবনাচরণ নিঃসন্দেহে শিশু-কিশোরদের জন্য উৎসাহ ও প্রেরণাদায়ক হবে। ৪০ পৃষ্ঠার এই গ্রন্থটির মূল্য ৭৫ টাকা।
গ্রন্থ দুইটির লেখক গাজী সাইফুল হাসান বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট-এর আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক। লেখকের স্থায়ী নিবাস খুলনা জেলার শিরোমণিতে অবস্থিত কে.ডি.এ. আবাসিক এলাকায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন যথাক্রমে ২০০৮ ও ২০০৯ সালে। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী। এছাড়াও লেখক বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নিয়মিত বাংলা সংবাদ পাঠক। সম্প্রতি প্রকাশিত গ্রন্থ দুইটি লেখকের তৃতীয় ও চতুর্থ গ্রন্থ। ইতোপূর্বে পরিবেশ আইন ও স্থানীয় সরকার নিয়ে তাঁর দুইটি গ্রন্থ ঢাকা থেকে প্রকাশিত হয়েছে।
‘দ্য ট্যাংক ব্যাটল অব শিরোমণি’ ১৯৭১ সালের ১০-১৭ ডিসেম্বর খুলনা জেলার শিরোমণি ও সংলগ্ন অঞ্চলে সংগঠিত মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে রচিত। ঐসময়ে পাকিস্তানি বাহিনীর সাথে শিরোমণিতে মুক্তিযোদ্ধা ও ভারতীয় সহযোগী বাহিনীর ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়। শিরোমণি ও সংলগ্ন অঞ্চল পাকিস্তানী শত্রুমুক্ত হয় ১৭ ডিসেম্বর, ১৯৭১ সালে। নানাবিধ বিবেচনায় দেশ ও বিদেশে শিরোমণির ট্যাংক ব্যাটল ঐতিহাসিক মর্যাদা লাভ করেছে। গ্রন্থটিতে শিরোমণি’র ট্যাংক ব্যাটল সম্পর্কিত তথ্যের পাশাপাশি শিরোমণি অঞ্চলের পরিচিতি, শিরোমণি যুদ্ধের গুরুত্ব, প্রকাশিত নানা গ্রন্থে শিরোমণি যুদ্ধ বিবরণ, সাম্প্রতিক পত্র-পত্রিকা ও সাহিত্যাঙ্গনে শিরোমণি যুদ্ধকথার উল্লেখ গ্রন্থটিকে নতুন মাত্রা দিয়েছে। ৬৪ পৃষ্ঠার এই গ্রন্থটির মূল্য ১২০ টাকা।
‘ছোটদের বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়’ গ্রন্থটি ছোটদের পাঠোপযোগী করে লেখা। ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়-এর জন্ম ১৮৬১ সালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়–লী গ্রামে। ভারতবর্ষে বাঙালিদের মুক্তির জন্য চাকুরির পরিবর্তে ব্যবসাকে গ্রহণের গুরুত্ব ও সেপ্রসঙ্গে তিনি পথও দেখিয়েছিলেন। তিনি সকল সময় মাতৃভাষায় শিক্ষার্জনের কথা বলতেন। অনাড়ম্বর এই বিজ্ঞানী সারাজীবন শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের উন্নয়নে সময় ও অর্থ ব্যয় করেছেন। প্রখ্যাত ছড়াকার সুকুমার রায় ও দেশবরেণ্য রাজনীতিবিদ এ.কে. ফজলুল হক-এর প্রিয় শিক্ষক ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বিজ্ঞানীর জীবনাচরণ নিঃসন্দেহে শিশু-কিশোরদের জন্য উৎসাহ ও প্রেরণাদায়ক হবে। ৪০ পৃষ্ঠার এই গ্রন্থটির মূল্য ৭৫ টাকা।
গ্রন্থ দুইটির লেখক গাজী সাইফুল হাসান বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট-এর আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক। লেখকের স্থায়ী নিবাস খুলনা জেলার শিরোমণিতে অবস্থিত কে.ডি.এ. আবাসিক এলাকায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন যথাক্রমে ২০০৮ ও ২০০৯ সালে। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী। এছাড়াও লেখক বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নিয়মিত বাংলা সংবাদ পাঠক। সম্প্রতি প্রকাশিত গ্রন্থ দুইটি লেখকের তৃতীয় ও চতুর্থ গ্রন্থ। ইতোপূর্বে পরিবেশ আইন ও স্থানীয় সরকার নিয়ে তাঁর দুইটি গ্রন্থ ঢাকা থেকে প্রকাশিত হয়েছে।