স্টাফ রিপোর্টারঃ অন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ- মৌলভীবাজার জেলার উদ্যোগে প্রজেক্টঃ "আমার চোখে একুশ" এর আয়োজন করা হয় ;
মৌলভীবাজার সদর উপজেলার
" আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়, কাজির বাজারে।
এতে আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রচানা ও কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শেষের দিকে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত প্রজেক্টে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিভা রানী চক্রবর্তী ও সহকারী শিক্ষক বৃন্দ এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলার বোর্ডের প্রেসিডেন্ট (অনিক বর্ধন), পাবলিক রিলেশন অফিসার (সাইফুল আলম), হিউম্যান রিসোর্স অফিসার (রাসেল চোধুরী), ট্রেজারার (নাদির হোসেন), প্রজেক্ট অফিসার (মোঃ রায়হান রশিদ রাহী) ও সকল ভলান্টিয়ারবৃন্দ।