মুক্তি পেল নিরবের বলিউড ছবি ‘শয়তান’ এর ট্রেইলার

মুক্তি পেল নিরবের বলিউড ছবি ‘শয়তান’ এর ট্রেইলার
অনলাইন ডেস্কঃ বাংলাদেশের চিত্রনায়ক নিরব গত বছর বলিউডে ‘বালা’ নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু পরবর্তীতে এ ছবির নাম পাল্টে রাখা হয় ‘শয়তান’। বৃহস্পতিবার জি মিউজিক কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে ছবিটির ট্রেইলার।

ভৌতিক ধাঁচের এই ছবিটিতে নিরবকে দেখা যাবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) কর্মকর্তার চরিত্রে। ট্রেইলারে তাকে মারামারি করতেও দেখা যাচ্ছে। সেই সঙ্গে আছে রোমান্টিক দৃশ্যও।

ছবিটিতে নিরবের স্ত্রীর ভূমিকায় আছেন ভারতীয় অভিনেত্রী কবিতা রাধেশ্যাম। মনোবিজ্ঞানী চরিত্রে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী মীরা খানকে। এ ছাড়াও অভিনয় করেছেন আমিতা নানজিয়া, আসিফ বাসরা, ইতি আচারিয়া, শিশুশিল্পী বেবি তাসমিয়া। ‘শয়তান’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন ‘পাঁচ ঘণ্টে মে পাঁচ ক্রোড়’খ্যাত পরিচালক ফয়সাল সাইফ।

Post a Comment

Previous Post Next Post