স্টাফ রিপোর্টার : ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও মৌলভীবাজার চক্ষু হাসপাতালের অবৈতনিক সম্পাদক ইয়াহইয়া মুজাহিদের সুস্থতা কামনায় মৌলভীবাজার থেকে প্রকাশিত দৈনিক বাংলার দিন ও দৈনিক মৌলভীবাজার বার্তার যৌথ উদ্যোগে গতকাল বিকেল তিনটার দিকে প্রত্রিকা দুটির র্কাযালয়ে মিলাদ মাফিল ও দোয়া অনুষ্টিত হয়। মিলাদ মাহফিল ও দোয়ায় অংশগ্রহন করেন সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, দৈনিক বাংলার দিন প্রত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, দৈনিক মৌলভীবাজার বার্তার সম্পাদক নুরুল ইসলাম শেফুল, দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ দীন,দৈনিক নতুন দিন এর জেলা প্রতিনিধি মো:আবু হানিফ,জেলা জাতীয় পার্টির নেতা মাহমুদুর রহমান, সাংবাদিক মেরাজ আহমদ, নসিব আহমদ প্রমুখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আ্ইয়ুব আলী, দোয়া পরিচালনা করেন মাওলানা সৈয়দ করম আলী লংলী।
