কমলগঞ্জ টিভি এন্ড টিভি কাপ টুর্ণামেন্টের উদ্বোধন

কমলগঞ্জ টিভি এন্ড টিভি কাপ টুর্ণামেন্টের উদ্বোধন
হিফজুর রহমান তুহিন: মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার পতনউষারের রসুল পুর যুব সংঘের আয়োজনে ২য় বারের মত  টিভি টিভি অ্যান্ড টিভি কাপ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় উদ্বোধনী অনুষ্ঠিত অনুষ্টানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন- কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ।

আব্দুন নূর - নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা পরিষদ চেয়ারম্যান আব্দুন নূর চৌধুরীর সভাপতিত্বে। আব্দুন-নূর জাহান ট্রাষ্টের সমন্বয়কারী সংবাদকর্মি মিজানুর রহমান মিস্টারের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন- মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সভাপতি আছাদুজ্জামান রনি,অনার অফ গেষ্ট যুক্তরাজ্য ছাত্রলীগ যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম ইমন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, লেখক সাংবাদিক হিফজুর রহমান তুহিন, ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, মোঃসায়েক আহমদ,আব্দুল কদ্দুছ আহমদ, আব্দুস সুবহান বাবু,সাজিদ আলী, সমাজ সেবক ইমরান আলী রাজু, যুবলীগ নেতা ময়নুল খান,মিজান আহমদ আনছারি, শাওনখান জসিম, নয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনুয়ার আহমদ মসুদ আহমদ, ছাএনেতা রিফাত,

খেলায় বেঙ্গল ফুড নয়াবাজার শ্রীরামপুর ৩-০ গোলে ফ্রেন্ডর্স ষ্টার কুলাউড়াকে পরাজিত করে চ্যম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

Post a Comment

Previous Post Next Post