কুলাউড়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়

কুলাউড়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়
স্টাফ রিপোর্টারঃ বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ২৩জানুয়ারী বিকেলে স্কুল মিলনায়তনে ২০১৬সালের জে.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ ৬২জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো: জদিদ হায়দর চৌধুরী এর সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুজিত মল্লিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার জামিল আহমদ চৌধুরী, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও কুলাউড়া প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি আব্দুল বাছিত বাচ্চু, হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মবশ্বির আলী, মো: মাহমুদ আলী, নয়াবাজার কে.সি. উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মা, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, দৈনিক সংবাদ প্রতিদিন কুলাউড়া প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, সাপ্তাহিক সীমান্তের ডাক প্রতিনিধি রাজু আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মুক্তাদির চৌধুরী। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কুলাউড়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়

Post a Comment

Previous Post Next Post