খাদিজা হত্যাচেষ্টা মামলায় ফের সাক্ষ্য গ্রহণ আজ

খাদিজা হত্যাচেষ্টা মামলায় ফের সাক্ষ্য গ্রহণ আজ
নিউজ ডেস্কঃ সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে হত্যাচেষ্টা মামলায় আজ ফের সাক্ষ্য গ্রহণ করা হবে। এই মামলার একমাত্র অভিযুক্ত শাবি ছাত্রলীগ নেতা বদরুল আলমের উপস্থিতিতে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে।

আজ (রবিবার) খাদিজাকে আদালতে হাজিরের নির্দেশনা ছিলো। তবে চিকিৎসকদের পরামর্শে তিনি আদালতে হাজির হচ্ছেন না বলে জানা গেছে। তাঁর পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হয়েছে।

খাদিজা হত্যাচেষ্টা মামলায় ইতিমধ্যেই ৩ কার্যদিবসে মামলার ৩৭ আসামীর মধ্যে ৩৩ জন সাক্ষ্য প্রদান করেছেন। খাদিজা বর্তমানে ঢাকার সাভারের সিআরপিতে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, গত বছরের ৩ অক্টোবর সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে এমসি কলেজের পুকুরপাড়ে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী (পরে বহিষ্কৃত) ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার পরপরই শিক্ষার্থীরা ধোলাই দিয়ে বদরুলকে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন তার চাচা আবদুল কুদ্দুস। পরে ৫ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বদরুল। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

৩ অক্টোবর দিবাগত রাতেই খাদিজাকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকতে থাকতে বেঁচে ফিরেন খাদিজা। পরে তাকে থেরাপি দেওয়ার জন্য সিআরপিতে নেওয়া হয়।

এদিকে, গতবছরের ৮ নভেম্বর খাদিজা হত্যা চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট নগরীর শাহপরান থানার এসআই হারুনুর রশীদ আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ১৫ নভেম্বর আদালত চার্জশিট গ্রহণ করেন। ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। পরে ৫ ডিসেম্বর, ১১ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বর বদরুলের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন ৩৩ জন।

Post a Comment

Previous Post Next Post