৪১তম জাতীয় সম্মেলনে এপেক্স মৌলভীবাজার ক্লাবের সাফল্য

এপেঃ ডাঃ হেমন্ত টপ টেন প্রেসিডেন্ট, এপেঃ সৌরভ টপ টেন সেক্রেটারী, টপ টেন সার্ভিস ক্লাব সহ ৯টি পুরস্কার অর্জন

৪১তম জাতীয় সম্মেলনে এপেক্স মৌলভীবাজার ক্লাবের সাফল্য
স্টাফ রিপোর্টারঃ এপেক্স বাংলাদেশের ৪১তম জাতীয় সম্মেলন গত ২৭ ও ২৮ জানুয়ারী (শুক্র ও শনিবার) দুই দিন ব্যাপী ঢাকাস্থ মিরপুরের শহীদ মোয়াজ্জেম হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের ২০১৬ বর্ষের জাতীয় সভাপতি এপেঃ এড. রেজাউল ইসলাম, জাতীয় সহ সভাপতি এপেঃ খুরশেদ উল আলম অরুন, সদ্য অতীত জাতীয় সভাপতি এপেঃ এড. সৈয়দ নুরুর রহমান। এছাড়াও সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স গ্লোবালের ২০১৬-১৭ বর্ষের চেয়ারম্যান এপেঃ মোঃ আসলাম হোসেন, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এপেঃ টি.কে. বাড়ৈই তরুন (এলজি ও পিএনপি)। এপেক্স বাংলাদেশের এলজি ও পিএনপি এপেঃ প্রফেসর কুদরত-ই-খোদা, এলজি ও পিএনপি এপেঃ মুশিউর রহমান। দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর মিডিয়া এডভাইজর জনাব ইকবাল সোবহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর ও এপেক্স বাংলাদেশের ২০১৬ বর্ষের এপেক্স বাংলাদেশের জাতীয় সহ সভাপতি ও সদ্য অতীত জাতীয় সহ সভাপতি। অনুষ্ঠানের প্রথম ও দ্বিতীয় দিন সভাপতিত্ব করেন যথাক্রমে ৪১তম জাতীয় সম্মেলন কমিটির চেয়ারম্যান এপেঃ ফায়সল সাহেদ সুমন ও এপেক্স বাংলাদেশের ২০১৬ বর্ষের জাতীয় সভাপতি এপেঃ এড. রেজাউল ইসলাম। দুই দিন ব্যাপী অনুষ্ঠিত ৪১তম জাতীয় সম্মেলন ছিলো নানা আয়োজনে পরিপূর্ণ। অনুষ্ঠানের শেষের দিন ২০১৬ বর্ষের জাতীয় সভাপতি এপেঃ এড. রেজাউল ইসলাম ঘোষনা করেন সারা বছর কাজের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের নাম। এক্ষেত্রে এপেক্স ক্লাব অব মৌলভীবাজার অর্জন করে টপ টেন সার্ভিস ক্লাব ২০১৬, বেষ্ট প্রোগ্রাম ২০১৬ এবং এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০১৬ বর্ষের প্রেসিডেন্ট এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল ও ২০১৬ বর্ষের সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ শফিউল আলম সৌরভ অর্জন করেন যথাক্রমে টপ টেন প্রেসিডেন্ট ২০১৬ ও টপ টেন সেক্রেটারী ২০১৬ এওয়ার্ড। ক্লাব পিপি এপেঃ এ.এফ.এম. ফৌজি চৌধুরী অর্জন করেন লিয়াজো অফিসার হিসাবে সম্মাননা এওয়ার্ড। এছাড়াও ২০১৬ বর্ষের এপেক্স বাংলাদেশের এনওয়াইসিডি এপেঃ এড. মোঃ সিরাজুল ইসলাম পল্টু, এনএসডি এপেঃ মোঃ আলী হোসেন, এনইডি এপেঃ সাইফুল্লাহ কামরুল এপেক্স ক্লাব অব মৌলভীবাজারকে প্রদান করেন বিশেষ সম্মাননা এওয়ার্ড। সবচেয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য ৪১তম জাতীয় সম্মেলনে এপেক্স বাংলাদেশের ১০১জন ক্লাব ডেলিগেটের মধ্যে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০১৬ বর্ষের প্রেসিডেন্ট এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল প্রতিযোগিতার মাধ্যমে বেষ্ট ডেলিগেটের সম্মাননা এওয়ার্ড অর্জন করেন। ক্লাবের এই অর্জনে ২০১৬ বর্ষের ক্লাব প্রেসিডেন্ট সহ সকল এপেক্সিয়ানদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেছেন ক্লাব এলএম এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, ক্লাব এলএম এপেঃ উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, ক্লাব এলএম এপেঃ এনায়েত হোসেন চৌধুরী। দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের পিপি এপেঃ এ.এফ.এম. ফৌজি চৌধুরী, পিপি তোফায়েল আহমদ ডালিম, ক্লাব প্রেসিডেন্ট ২০১৬ এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল, ক্লাব সেক্রেটারী এন্ড ডিএনই ২০১৬ এপেঃ শফিউল আলম সৌরভ ও ক্লাব সেক্রেটারী এন্ড ডিএনই ২০১৭ এপেঃ মোঃ জাহাঙ্গীর আলম স্বতস্ফুতভাবে অংশগ্রহণ করেন।

Post a Comment

Previous Post Next Post