অনলাইন ডেস্কঃ গত বছরের ৫ নভেম্বর রাজধানীর উত্তরায় তাইওয়ানের দুই নাগরিকের ওপর হামলার ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের ভাষ্যমতে, হত্যাচেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানী ও ঢাকার আশপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি জানান, বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।