বাংলাদেশ টি এষ্টেট স্টাফ এসোসিয়েশনের নির্বাচনের তফশীল ঘোষণা

বাংলাদেশ টি এষ্টেট স্টাফ এসোসিয়েশনের নির্বাচনের তফশীল ঘোষণা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ টি এষ্টেট স্টাফ এসোসিয়েশনের নির্বাচনের(২০১৭-২০১৯ইং) তফশীল ঘোষণা করা হয়েছে। তফশীল অনুযায়ী আগামী ২৫ ডিসেম্বর রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে নির্বাচন অনুষ্টিত হবে। এছাড়া ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরন, ৪ ডিসেম্বর বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদান,৫ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৬ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত প্রত্যাহার ও প্রতীক বরাদ্ধ, ৮ ডিসেম্বর চুড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন পরিচালনার জন্য মিছবাহ উদ্দিন আহমদ চৌধুরী (গাজীপুর চা-বাগান)কে আহ্বায়ক,মোঃ আব্দুল বশির (মাধবপুর চা-বাগান)কে সদস্য সচিব এবং সুব্রত সেন গুপ্ত (আমু চা-বাগান),আব্দুস সামাদ (সাতগাঁও চা-বাগান) ও অনিমেষ দেব রায় (আমরাইল চা-বাগান)কে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন সাব কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে সভাপতি,সাধারন সম্পাদক,সহ-সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক, শিক্ষা, গবেষনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১জন করে ও সহ-সভাপতি পদে ২ জনসহ মোট ৯ জন এবং বালিশিরা উত্তরাঞ্চল,বালিশিরা পুর্বাঞ্চল,বালিশিরা পশ্চিমাঞ্চল,দলই অঞ্চল,নর্থ সিলেট অঞ্চল,লস্করপুর পুর্বাঞ্চল, লস্করপুর উত্তরঞ্চল, লস্করপুর পশ্চিমাঞ্চল, মনু অঞ্চল, লংলা অঞ্চল, জুড়ী অঞ্চল, চট্টগ্রাম অঞ্চলসহ ১২টি অঞ্চলে আঞ্চলিক প্রতিনিধি পদে ২ জন করে ২৪ জনসহ মোট ৩৩ জন গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবেন। ১২ কেন্দ্রে অনুষ্টিতব্য নির্বাচনে দেশের ১৪১টি চা-বাগানের ২৫১১ জন ভোটার অংশ গ্রহন করবেন বলে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post