![]() |
কুলাউড়ায় ট্রেনে কাঁটা পড়ে কৃষকের মৃত্যু (প্রতীকী ছবি) |
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাঁটা পড়ে করম আলী (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি হাজিপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সিলেট-আখাউড়া রেলরুটের পংকিছড়া রেল ব্রীজের পাশ দিয়ে যাওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস (আন্তঃনগর) ট্রেনে কাঁটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। হাজিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।