অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের গ্রেট স্মোকি পবর্তমালায় দাবানলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। পুড়ে গেছে একশটিরও বেশি বাড়ি। তবে এখন দাবানল অনেকটা নিয়ন্ত্রণে বলে মঙ্গলবার জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। - রয়টার্স।
দাবানলে টেনেসির দুটি ছোট অবকাশযাপন টাউন হুমকির মুখে পড়েছিল। গ্যাটলিনবার্গ ও পিজিয়ান ফোর্জ টাউনদুটির ১৪ হাজার বাসিন্দা জীবন বাঁচাতে পালিয়ে গেছেন। খরার কারণে শুকিয়ে থাকা ঝোপঝাড়ে লাগা আগুন প্রবল বেগে বয়ে যাওয়া বাতাসে গ্যাটলিনবার্গ ও পিজিয়ন ফোর্জের প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে টেনেসির জরুরি ব্যবস্থাপনা সংস্থা।
সংস্থাটি জানিয়েছে, আগুনে তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।
গ্যাটলিনবার্গ টাউনের মেয়র জানিয়েছেন, আগুনে শহরটির প্রায় তিন হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তবে পিজিয়ন ফোর্জের কতোজন বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, ওই এলাকার প্রায় ১২ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন রয়েছে এবং প্রায় দুই হাজার মানুষ সরকারি শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে।
এক ট্যুইটে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ভয়াবহ এ্ই দাবানল চলাকালে টেনেসির মহান লোকজনের জন্য প্রার্থনা করছি আমি।”