সবচেয়ে বিপজ্জনক ব্রিজ এসিমা ওহাসি !

সবচেয়ে বিপজ্জনক ব্রিজ এসিমা ওহাসি !
অনলাইন ডেস্কঃ এটাও সেতু! দেখেই বুকটা ছ্যাত্‍ করে ওঠার জোগাড়। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই সেতুটাকে দেখে মনে হবে স্লিপ কিংবা রোলারকোস্টার। হার্ট দুর্বল মানুষের এ সেতুতে না যাওয়াই ভালো। জাপানের এসিমা ওহাসি ব্রিজ এমনভাবে তৈরি যা দেখে রীতিমতো রক্ত হিম হয়ে যেতে পারে। ব্রিজে প্রায় ২ কিলোমিটার উঁচুতে উঠে, তারপর নামার পালা।

জাপানের লেক নাকাওমির উপর তৈরি এই সেতু মাত্‍‌সু ও সাকাইমিনাতো শহরকে যোগাযোগ করিয়েছে। দু’টি গুরুত্বপূর্ণ শহরকে যোগাযোগ করার জেরে সেতুটিতে যানবাহনেরও বেশ চাপ থাকে।

সেই ব্রিজে ঘটল এক কাণ্ড। বিশেষ কারণে ব্রিজের ওপর তৈরি হল জ্যাম। আর এতেই ভারী অদ্ভুত সব ছবি উঠে এল। গাড়িগুলো এমন সার হয়ে দাঁড়ানো নিচে থেকে দেখে মনে হচ্ছে সবাই যেন ওপর থেকে ঝাঁপ দিতে চলেছে। দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক ব্রিজ হিসাবে পরিচিত এই এসিমা ওহাসি ব্রিজ। প্রথমবার এই ব্রিজে গাড়ি চালকরা স্বীকার করেছেন, তারা ভয় পেয়ে যান নিচে নামার সময়। তবে কয়েকবার ওঠানামা করা চালকরা বলছেন, ব্যাপারটা দারুণ রোমাঞ্চকর।-ইন্টারনেট।

Post a Comment

Previous Post Next Post