মৌলভীবাজার জেলা পরিষদে ২১ পদে সম্ভাব্য ১২২ প্রার্থী

মৌলভীবাজার জেলা পরিষদে ২১ পদে সম্ভাব্য ১২২ প্রার্থী
ইমাদ উদ-দীনঃ ২৮শে ডিসেম্বর নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১লা ডিসেম্বর। যাচাই-বাছাই ৩রা ও ৪ঠা ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১১ই ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১২ই ডিসেম্বর। তারা মনোনয়নপত্র দাখিলের আগেই ছুটছেন ভোটারদের বাড়িতে। জেলার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৭টি উপজেলা মিলে গঠন হয়েছে জেলা পরিষদের ১৫টি ওয়ার্ড। আর তাতে রয়েছেন ৯৪৩ জন নির্বাচকমণ্ডলীর সদস্য (ভোটার)। জেলা পরিষদ চেয়ারম্যান একজন, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের ৫ জন নারী সদস্য নিয়ে গঠন হবে জেলা পরিষদ। চেয়ারম্যান ও সদস্য মিলে এখন পর্যন্ত ২১ পদে ১২২ জন সম্ভাব্য প্রার্থী নির্বাচনী লড়ায়ের অপেক্ষায় মাঠে কাজ করছেন। এ পর্যন্ত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনুসন্ধানে যাদের নাম পাওয়া গেছে তারা হলেনঃ-

চেয়ারম্যান পদেঃ- বর্তমান জেলা পরিষদ প্রশাসক, সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. আজিজুর রহমান, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এমএম শাহীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফিরুজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ রহিম (সিআইপি), মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, ঐক্যবদ্ধ নাগরিক ফোরাম মৌলভীবাজারের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সুহেল আহমদ, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মাহবুবুল আল শামীম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী দেওয়ান মজিদ কালাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রবাসী রিয়াজ আহমদ। 

সদস্য পদেঃ- 
১নং ওয়ার্ড: আবদুল লতিফ, দেলোয়ার হোসেন পাবেল, জাহিদুল ইসলাম মামুন, ইয়াছিন আহমদ, আবদুল আহাদ, আবদুস ছত্তার। 
২নং ওয়ার্ড: শহিদুল আলম শিমুল, লোকমান আহমদ, সুজিত দাস, ডা. স্বপন চক্রবর্তী, সেলিম উদ্দিন। 
৩নং ওয়ার্ড: আজিম উদ্দিন, মো. ফখরুল ইসলাম সনু, সুব্রত দাস শিমুল, জোবায়ের আহমদ জেবুল, আবদুল কাদির
সংরক্ষিত মহিলা ওয়ার্ড নং-১ (১, ২, ৩) সদস্য প্রার্থী অ্যাডভোকেট জুবেদা আক্তার, শেলী বেগম।

৪নং ওয়ার্ড: জাহাঙ্গীর আলম, বদরুল ইসলাম, মো. আবদুল্লাহ, ইমরুল ইসলাম, জায়েদ আনোয়ার চৌধুরী। ৫নং ওয়ার্ড: বদরুল ইসলাম বদর, মো. আবদুল মতলিব, অধ্যাপক সিএম জয়নাল আবেদীন, ময়নূল হক বকুল, দেলোয়ার হোসেন, খুরশেদ আহমদ খান সুইট, ফরিদ আহমদ, বদরুল আলম সিদ্দিকী নানু।
৬নং ওয়ার্ড: খন্দকার মুহিবুর রহমান মলাই, শফিউল আলম সফি, মো: আবদুস শহিদ, নওয়াব আলী সাজ্জাদ খান, লুৎফুর রহমান, মুহিবুল আজাদ, আবদুল মানিক, আবদুল লতিফ। 
সংরক্ষিত মহিলা ওয়ার্ড নং-২- (৪, ৫, ৬) শিরিন আক্তার চৌধুরী, জিসান আরা ডলি, আজিবুন নেছা খানম, অ্যাডভোকেট ফারহানা বেগম চৌধুরী, শিল্পী বেগম, আমেনা বেগম। 

৭নং ওয়ার্ড: মো. ময়নুল হক মিশু, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সেলিম আহমদ চৌধুরী, এমএ আহাদ, মুহিবুর রহমান আকাশ। 
৮নং ওয়ার্ড: সাজ্জাদুর রহমান, মো. লুৎফুর রহমান গেদু, আজাদুর রহমান আজাদ, রওনক আহমদ অপু, বাবুল হোসেন, ফজর আলী, বদরুল ইসলাম, শিবব্রত চক্রবর্তী। 
৯নং ওয়ার্ড: মাহমুদুর রহমান মাহমুদ, আতাউর রহমান সোহেল, শাহাজান তালুকদার, হুমায়ুন কবির, আলাল খান, খালেদ আহমদ। 
সংরক্ষিত মহিলা ওয়ার্ড নং-৩- (৭.৮.৯) রাকিবা সুলতানা তালুকদার, মুক্তি চক্রবর্তী ।

১০ নং ওয়ার্ড: এমএমদাদুল হক মিন্টু, মাহমুদ ইয়াজদানী ইমরান,আকবর আলী। 
১১নং ওয়ার্ড: হাসান আহমদ জাবেদ, সৈয়দ গৌছুল হোসেন, সুজিত দাস, ইমরান আহমদ।
১২নং ওয়ার্ড: বিকুল চক্রবর্তী, মোছাব্বির আলী মুন্না, মো. মুমিনুল হোসেন সোহেল, মো. নিয়ামুল হক তরফদার, অমেরেন্দ্র দেবনাথ, রিপন আহমদ,পরিমল দেব,অমল চন্দ। 
সংরক্ষিত মহিলা ওয়ার্ড নং-৪ (১০.১১.১২) রেজিয়া রহমান, সৈয়দা জেরিন আক্তার, সুরাইয়া ইয়াছমিন, মিতালি দত্ত। 

১৩নং ওয়ার্ড: বদরুজ্জামান সেলিম, লোকমান মিয়া, সাদিক আহমদ, খলিলুর রহমান সেরওয়ান, নাজিম মিয়া, বিকেশ চৌধুরী অপু। 
১৪নং ওয়ার্ড: হেলাল উদ্দিন, গোলাম রব্বানী তৈমুর, আসিদ আলী, খন্দকার আহমদ হোসেন, আব্দুর রশীদ মাখন, সাজ্জাদ পারভেজ মনি। 
১৫নং ওয়ার্ড: আলহাজ আব্দুন নুর, অধ্যক্ষ বাবুল মোর্শেদ, মহরম আলী বাছিত, মুহিবুর রহমান জয়নাল। সংরক্ষিত মহিলা ওয়ার্ড নং-৫(১৩.১৪.১৫) তরফদার রেজওয়ানা ইয়াছমিন সুমি, রোকসানা আক্তার সুন্নী, নেত্রী মুন্না রায়, শেলী রানী পাল, মেরী রাল্ফ।

Post a Comment

Previous Post Next Post