আরব সাগরে সন্দেহজনক সিগন্যাল!

আরব সাগরে সন্দেহজনক সিগন্যাল!
অনলাইন ডেস্কঃ আরব সাগরে সন্দেহজনক সিগন্যাল ধরা পড়েছে বলে জানিয়েছে মুম্বাইয়ের অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও অপারেটররা। সেখানে কয়েকজন বিদেশি ব্যক্তির কথাবার্তা শোনা গেছে। এ বিষয়ে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে একটি চিঠিও দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তের দাবিও জানানো হয়েছে। খবর কলকাতা২৪।

ভারতের মহারাষ্ট্র-গুজরাট উপকূল থেকে ১৮৫ কিলোমিটারের মধ্যেই এই সিগন্যালের খোঁজ মিলেছে। নির্দিষ্ট স্থানটি চিহ্নিত করে জানানো হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দফতর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। মুম্বাই হ্যাম রেডিও অপারেটরদের মুখপাত্র অঙ্কুর পুরানিক জানান, শহরের ২০০টি হ্যাম রেডিওর মধ্যে ৭০টিতেই ধরা পড়েছে ওই সিগন্যাল। বেশির ভাগ সময় রাতের দিকেই এই সিগন্যাল ধরা পড়ে। কারা কথা বলছে, তাদের পরিচয় স্পষ্ট নয়।

Post a Comment

Previous Post Next Post