শুভ জন্মদিন সাব্বির

শুভ জন্মদিন সাব্বির
স্পোর্টস ডেস্কঃ মুখে সব সময় হাসি, দামি মার্বেল পাথরের ন্যায় টানা টানা চোখ। বলছি বাংলাদেশ জাতীয় দলের তরুণ উদীয়মান অলরাউন্ডার সাব্বির রহমান রুম্মনের কথা। আজ তার ২৫তম জন্মদিন। প্রিয় কুলাউড়া পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলের এই টি-টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যানকে জন্মদিনের শুভেচ্ছা।

‘ক্যাটস আই’য়ের ছেলেটি প্রথম নজর কেড়েছিল সেই এশিয়া গেমসের ফাইনালে। এরপর ২০১৪ সালর ১৪ ফেব্রুয়ারি সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাজশাহীর এই ক্রিকেটারের। এর পর ২০১৪ সালের ২১ নভেম্বর সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডেতে অভেষক ঘটে তার।

বর্তমানে বিপিএলে রাজশাহী কিংসের হয়ে মাঠ কাপাচ্ছেন এই তারকা। এ পর্যন্ত ৭ ম্যাচে মাঠে নেমে ৬ ইনিংসে ২১০ রান করেছেন এই তারকা। তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

Post a Comment

Previous Post Next Post