অনলাইন ডেস্কঃ আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন 'হোয়াইট হাউস'-এর হাতবদল হবে। এদিন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা বাড়ি ছাড়বেন, আসবেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ৫২ বছর বয়সে এই বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছেন তিনি?
ওবামা আগেই বলেছিলেন, হোয়াইট হাউসের খুব দূরে থাকবেন না তিনি। কারণ, মেয়ের হাইস্কুলে পাঠ এখনও শেষ হয়নি। মাঝপথে স্কুল ছাড়াটা সম্ভব নয়। এক প্রকার বাধ্য হয়ে তাই হোয়াইট হাউসের পাশেই বাড়ি নিতে হয়েছে অন্যতম সফল এই মার্কিন প্রেসিডেন্টকে।
ভারতীয় গণমাধ্যম আজকাল জানায়, সরকারি বাসভবন ছেয়ে ৯ বেডরুমের ফ্ল্যাটে উঠবেন ওবামা। আগে যেখানে থাকতেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সচিব জো লোখার্ট। নতুন এই বাড়িতে উঠবেন ২০ জানুয়ারিই। ইটের তৈরি ওই বাড়িতে প্রতি মাসের ভাড়া বাবদ ওবামাকে গুণতে হবে ২২ হাজার ডলার। সাদা বাড়ির মত বড় না হলেও নতুন ঠিকানার সামনেও রয়েছে একটি বড় বাগান।