এম. এ. কাইয়ুমঃ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পশ্চিম বুধপাশা গ্রামের সৌদি প্রবাসী আব্দুল বাছিত (৪২) এর বাড়িতে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। টিভি, ফ্রিজ, পানির মোটর, স্বর্ণালঙ্কারসহ মোট প্রায় দেড় লক্ষাধীক টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা যায়।
শনিবার (১২ নভেম্বর) প্রবাসীর স্ত্রী ফাতেমা বেগম শিউলি বাদি হয়ে কুলাউড়া থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, আব্দুল বাছিত জীবিকার তাগিদে দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে বসবাস করেন। তার ঘরে স্ত্রী, ৩ বছর ও ৬ মাসের ২টি শিশু সন্তান আছে। এমতাবস্থায় স্বামী প্রবাসে থাকায় শিউলী বেশীরভাগ সময় বাবার বাড়িতে বসবাস করে। গত কিছুদিন যাবৎ তার বাবার বাড়িতে বেড়াতে থাকা অবস্থায় গত ১১ নভেম্বর সকাল ১১ টায় খবর পায় তার ঘরের মালামাল চুরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দেখে তার ঘরের মূল্যবান সম্পদ ফ্রিজ, টিভি, পানির মোটর, স্বর্ণালঙ্কার, বিদেশী কমল, হাড়ি-পাতিল সহ মোট প্রায় দেড় লক্ষাধীক টাকার মালামাল লুট হয়ে গেছে। বাড়িতে প্রবাসী বাছিতের ঘরের পার্শ্ববর্তী একটি ঘরে বসবাস করে তার আপন ভাই আব্দুল মালিক ও তার পরিবার।
শিউলী অভিযোগ করে বলেন, এটা বাইরের কোন চোর না। আশেপাশের যে কেউ এই ঘটনার সাথে জড়িত। পুলিশ তদন্ত করলেই আসল রহস্য বেরিয়ে আসবে।
কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম জানান, মালামাল উদ্ধারের জন্য
চেষ্টা করছি।
ট্যাগ »
কুলাউড়া