আমির-‌কিরণ আলাদা যে কারণে‌!

আমির-‌কিরণ আলাদা যে কারণে‌!
বিনোদন ডেস্কঃ কিরণ রাও আর আমির খানকে বহুদিন ধরেই দেখা যাচ্ছেনা একসঙ্গে। কিরণ ব্যস্ত রয়েছেন হলিউডের ‘‌লা লা ল্যান্ড’‌ ছবির ভারতে প্রিমিয়ার অনুষ্ঠানে। আর আমির ব্যস্ত রয়েছেন আগামী বড়দিনে তার মুক্তি পাওয়া ‘‌দঙ্গল’‌ ছবির প্রমোশন নিয়ে। তারপরেও বলিউড পাড়ায় জল্পনা ছড়িয়েছে  বনিবনা হচ্ছে না কিরণ–আমিরের। 
আসলে তা নয়, কিরণ মনে করেন আমিরের থেকেও বড় অভিনেতা ‘‌দ্য নোটবুক’‌ খ্যাত রায়ান গসলিং। কিরণ জানিয়েছেন, তিনি ‘‌লা লা ল্যান্ড’‌ দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সচেতনভাবেই।

Post a Comment

Previous Post Next Post