আহমেদ সুমনঃ কুলাউড়া উপজেলার ভাটেরায় শিক্ষা উন্নয়নমূলক সংগঠন রুরাল এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি রেডস এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটেরা ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রেডস এর সভাপতি সুমন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিচালনায় এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলন ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটেরা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইব্রাহিম তালুকদার, ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান, কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল আহমদ, ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের (একাংশের) সভাপতি হাজী ইন্তাজ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল বকুল, দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার ছাত্র এহসানুল মাহবুব যুবায়ের, গীতা পাঠ করেন রেডসের সিনিয়র সহ-সভাপতি মিঠুন দাশ। রেডস পরিবার থেকে বক্তব্য রাখেন রেডস এর উপদেষ্টা ফরহাদুল ইসলাম লিটু ও মাহবুব খান, সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক অসীম চক্রবর্তী, নির্বাহি সদস্য শাহ তারেক হাসান, সাংস্কৃতিক সম্পাদক সাকিব সোহান, নাহিদ চৌধুরী প্রমূখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধব চক্রবর্তী, সৈয়দ সাকিব আহমদ টিপু, তানভীর আহমদ এনাম, রেডসের সহসভাপতি টিপু আহমদ, সংবাদকর্মী শাকিল সিদ্দিকী খালেদ, শফিউল, মামুন, আব্দুস শুকুর স্বপন, আব্দুর রহমান রিফুল, আমিনুল ইসলাম, নিজাম, হৃদয়, মুয়াজ, জামিল, শাপ্পু, ইজাজ, কামরুল, কামরান, তুহিন প্রমুখ।
এসময় প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে গ্রামীন শিক্ষা উন্নয়নের জন্য রেডসের করণীয় বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য যে, রেডস এর উদ্যোগে ২০১৫ সাল থেকে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। আগামী ২ রা ডিসেম্বর ২০১৬ সালের প্রাইমারী ও জুনিয়র বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে।