বিশেষ প্রতিনিধি:
টিপ টিপ বৃষ্টিতে কুলাউড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাবেয়া আদর্শ
সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ যেন প্রতিকী পুকুরে রুপান্তরিত হয়।
শিক্ষার্থীরা যাতায়াতের রাস্তা থেকে জলাবদ্ধ ময়লাযুক্ত পানি মাড়িয়ে
বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। আর অভিভাবকরা অসহায় নির্বাক দৃষ্টিতে তা পর্যবেক্ষণ করতে হয়।
বিগত
কয়েক বছর যাবৎ বর্ষাকাল কিংবা অল্প বৃষ্ঠিতে এমন পরিবেশের সাথে ক্ষোভ আর
কষ্টে মানিয়ে নিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা। বারংবার
কর্তৃপক্ষকে অভিযোগ দিয়েও সমাধান হচ্ছেনা এই সমস্যার। কর্তৃপক্ষের নাকের
ঢগায় এই চিত্র দেখা গেলেও নেয়া হচ্ছেনা কার্যকরী ব্যবস্থা। বিদ্যালয়ের
পশ্চিমে সরকারি রাস্তা, পশ্চিম ও উত্তর পাশে উত্তরপাশে সরকারী অফিস থাকার
কারণে বৃষ্টির পানি নিস্কাশনের ব্যবস্থা (ড্রেন) না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
সোমবার
(৭ নভেম্ভর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুইদিনের টানা ঘুড়ি ঘুড়ি
বৃষ্টিতে প্রতিষ্ঠানের সম্মুখ প্রাঙ্গণ পুরোটাই জলাবদ্ধতার চাদরে ঢাকা।
দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের
যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে বিদ্যালয় মাঠে
শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের নিয়মিত কর্মসূচি জাতীয় সংগীত ও শরীরচর্চার জন্য
সমবেত হতে পারছে না। পানি নিস্কাশন না হওয়ায় প্রতিষ্ঠানের টয়লেট ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
শিক্ষার্থী
ও অভিভাববকদের অভিযোগ করে বলেন, অল্প বৃষ্টি হলেই বিদ্যালয় প্রাঙ্গণে
জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হয়। আমরা এর সমাধানে দ্রুত পদক্ষেপ চাই।
বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম বলেন, এ সমস্যার কথা সংশ্লিষ্ট
কর্তৃপক্ষকে অবগত করার পরও বরাদ্ধের অভাবে পানি নিস্কাশনের কোন পদক্ষেপ নিচ্ছে না শিক্ষা বিভাগ।
এ
ব্যাপারে কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শরীফ উল ইসলাম
বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি অবগত করেছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

