কুলাউড়ায় ফেইসবুকে ধমীয় অবমাননাকর ছবি প্রকাশে উত্তেজনা

কুলাউড়ায় ফেইসবুকে ধমীয় অবমাননাকর ছবি প্রকাশে উত্তেজনা
বিশেষ প্রতিনিধি: কুলাউড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি প্রকাশের খবরে স্থানীয় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকায় অপু দেব নামের একটি ফেসবুক আইডি থেকে পবিত্র কোরআন শরিফের ওপর কৃষনের ছবি লাগিয়ে ধর্মীয় অবমাননাকর ছবি পোষ্ট করলে বিষয়টি স্থানীয় এলাকাবাসির নজরে পড়লে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অপু দেব তার ফেসবুকে আইডিতে লিখেছেন কোন মুসলিম থাকলে কোন কিছু করিও আমার নাম অপু, আমার বাড়ি সদপাশা। ঘটনার খবর পেয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম, সহকারী পুলিশ সুপার জুনাইদ আলম সরকার, সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দোহা পিপিএম সহ পুলিশের বিশেষ ফোর্স ওই এলাকায় গিয়ে পরিস্থিত সামাল দেন। স্থানীয় প্রশাসন জেলা প্রশাসনকে অবগত করলে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ শাহজালাল সোমবার রাত সাড়ে ৯টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অপু দেবকে থানায় নিয়ে আসে। অপ্রীতিকর ঘটনার আশংকায় রাতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ৮ নভেম্বর মঙ্গলবার সকাল পৌনে সাতটায় ডিউটি অফিসার এসআই ইয়াসিন জানান রাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Post a Comment

Previous Post Next Post