বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখায় প্রকাশ্যে মদ্যপানের অপরাধে ৩ ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ নভেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি গ্রামের মৃত মহির আলীর পুত্র আব্দুল আহাদ (৪৫), একই গ্রামের তমছির আলীর পুত্র জয়নাল আবেদীন (২৭) ও বিয়ানীবাজার উপজেলার বারইগ্রামের মৃত কটন আলীর পুত্র আসুক মিয়া (৪০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ছায়েবালী মোকাম এলাকায় শনিবার রাতে আব্দুল আহাদ, জয়নাল আবেদীন, আসুক মিয়া প্রকাশ্যে মদ্যপান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এস.আই দেবাশীষ সূত্রধর ওই এলাকায় অভিযান চালিয়ে মদপ্য অবস্থায় ৩ জনকে গ্রেপ্তার করেন।
রাতেই ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করলে আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১০ (২) ধারা লঙ্ঘন করায় ২২ (ঘ) ধারায় উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।