শাড়ি পরে চমকে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

শাড়ি পরে চমকে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্কঃ কয়েক মাস আগে ভারত সফর করেছিলেন ব্রিটেনের রাজদম্পতি উইলিয়াম-কেট। সেসময় নানা আলোচনার জন্ম দিয়েছিলেন তারা। চলতি সপ্তাহের শুরুতে ভারত আসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এই প্রথম ভারত সফর করছেন তিনি। আর প্রথম সফরে এসেই পুরোদস্তুর ভারতীয় বনে গিয়ে তিনিও চমকে দিলেন সবাইকে।

সম্প্রতি বেঙ্গালুরুর সোমেশ্বর মন্দিরে যান ব্রিটেনের প্রধানমন্ত্রী। মন্দির যাওয়ার জন্য তিনি পোশাক হিসেবে বেছে নেন সোনালি-সবুজ শাড়ি। মন্দিরের সিঁড়িতে তাকে দক্ষ হাতে শাড়ির কুচি সামলাতে দেখে সবাই অবাক হয়েছেন। মনেই হয়নি তিনি প্রাচ্য সংস্কৃতিতে অনভ্যস্ত।

এই নিয়ে এখন সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকেই বলছেন, রাজকীয় আভিজাত্যের গণ্ডি ছাপিয়ে এ অঞ্চলের সংস্কৃতির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মতো এভাবে একাত্ম হতে পারেননি উইলিয়াম-কেটও।

Post a Comment

Previous Post Next Post