কমলগঞ্জ ধলাই নদীর বাঁধ ভাঙ্গনে আমন ফসলের ব্যাপক ক্ষতি

কমলগঞ্জ ধলাই নদীর বাঁধ ভাঙ্গনে আমন ফসলের ব্যাপক ক্ষতি
হিফজুর রহমান তুহিন, কমলগঞ্জ: মৌলভীবাজার কমলগঞ্জ পাহাড় হতে নেমে আসা অতিবৃষ্টিতে ধলাই নদীর তিনটি জায়গায় বাঁধ ভেঙ্গনে আমন ফসলের ক্ষতিতে কৃষকরা হতাশ।

একটানা অতিবৃষ্টির কারনে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে মুন্সীবাজার, রহিমপুর পতনঊষার ইউনিয়ন ও কমলগঞ্জ পৌর এলাকাসহ বন্যাকবলিত হয়ে পড়েছে অসংখ্য গ্রামের আমন ধান ক্ষেত। পতনঊষারসহ পাশ্ববর্তী এলাকা, রসিদ পুর, রামেশ্বর পুর, রুপষ পুর, শ্রীসূর্য্য তলিয়ে গেছে কৃষকদের প্রায় শত শত হেক্টর আধাপাকা আমন ধান ও শীতকালিন সবজিসহ নষ্ট হয়ে যাচ্ছে। নদী নিকট এলাকার বসত বাড়ী নদীতেই হারিয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আছে সাধারন কৃষকরা । নাম প্রকাশের অনিচ্ছুক এক কৃষক বলেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ অসংখ্য মানুষ কৃষি কাজের উপর তাদের পরিবার বেঁচে আছে। লক্ষমাত্রার চেয়েও আমনের আবাদ ভাল হলেও বন্যায় নষ্ট করে দিচ্ছে উৎপাদনের লক্ষমাত্রা চাহিদা। যদি এ বছরে এই অঞলে ফসল ভাল না হয় তাহলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে বাঁচতে হবে।

Post a Comment

Previous Post Next Post