সর্বোচ্চ করদাতা মাশরাফি-সাকিব-তামিম

সর্বোচ্চ করদাতা মাশরাফি-সাকিব-তামিম
স্পোর্টস  ডেস্কঃ খেলোয়াড় ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ক্রিকেটারদের হাতে সম্মাননা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ তুলে দেন।

পুরস্কার নিয়ে মাশরাফি বলেন, সবার উচিত সঠিকভাবে কর দেওয়া। আর আমরা সাধারণ নাগরিক হিসেবেই কর দিয়েছি। আমাদের কর দিতে দেখে যেন অন্যরাও উৎসাহিত হন। যাদের আছে তারা আরও বেশি বেশি করে কর দেন। কেননা বাংলাদেশের উন্নয়নে সবাইকে কর দিতে হবে।

এসময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানপ্রমুখ।

মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল কর জমা দেন ঢাকা কর অঞ্চল-১ অফিসে। আর সাকিব আল হাসান কর জমা দেন ঢাকা কর অঞ্চল-৭ এর অফিসে।

অনুষ্ঠানে তামিম-মাশরাফি উপস্থিত হয়ে পুরস্কার নিলেও ব্যস্ততার কারণে আসতে পারেননি সাকিব আল হাসান। তার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন তার বোন জান্নাতুল ফেরদৌস রিতু।

Post a Comment

Previous Post Next Post