অনলাইন ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত চারজনের মধ্যে এক আনসার সদস্য নিহত হয়েছেন। তার নাম সোহাগ আলী।
রোববার রাতে আহত অবস্থায় সোহাগকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জাগো নিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার সন্ধ্যায় বহির্গমন পথে সিহাব নামের এক ব্যক্তি কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের ছুরিকাঘাত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই ব্যক্তির ওপর গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। তাকে কড়া পুলিশি প্রহরায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ড্রাইভওয়ে থেকে ভেতরে প্রবেশের চেষ্টা করলে সিহাবকে বাধা দেয়া হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে।
পুলিশের দাবি, আনসার ও পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ‘বিবাদের জেরেই’ এ ঘটনা ঘটে।
