নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে উত্তর আমিরাত কুলাউড়া সমিতির আহ্বায়ক কমিটি গঠন করার লক্ষে গত ৪ঠা নভেম্বর রাত্রে শারজার স্থানীয় একটি হোটেলে মাওলানা সাদিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা এম নাজমুল ইসলামের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে মাওলানা সাদিকুর রহমান চৌধুরীকে আহ্বায়ক এবং নুরুল ইসলাম রুহেলকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ আমীর আলী, এম. নাজমুল ইসলাম, আনসারুল আমিন, যুগ্ম সদস্য সচিব ইছমত আলী, জাবেদুল ইসলাম জুনেদ। সদস্যরা হলেন আব্দুল মুকিত, অলী আহমদ রিমন, জহির উদ্দিন, আসীদ আলী, রসিদ আহমদ।
