বিয়ানীবাজারে ২ লক্ষ ৮০ হাজার টাকা ছিনতাই

বিয়ানীবাজারে ২ লক্ষ ৮০ হাজার টাকা ছিনতাই
ফয়জুল হক শিমুল/ মিছবাহ উদ্দিনঃ বিয়ানীবাজারে সোমবার (২৮ নভেম্বর) বেলা ২ ঘটিকার দিকে এক ব্যক্তির ২ লক্ষ ৮০ হাজার টাকা ছিনতাই হয়েছে।
জানা যায়- বিয়ানীবাজার উপজেলার গয়লাপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হলে ব্যাংকের সম্মুখ থেকে ৩ জনের ছিনতাইকারী একটি দল তাকে ঝাপটে ধরে । ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী চক্রের সদস্য কামাল হোসেন (২৬) কার থেকে (গাড়ীর ড্রাইবার) নেমে টাকার ব্যাগ নিয়ে দ্রুত বারইগ্রাম অভিমুখে স্থান ত্যাগ করে।

তখন ছিনতাই হওয়া ইসলাম উদ্দিনের চিৎকারে এক মটর সাইকেল আরোহী তাদের পিছু নেয় নাগেশ^র এলাকায় গিয়ে মটর সাইকেল আরোহী তাদের গতিরোধ করে। পরে থানা পুলিশের সহায়তায় ১ জনকে আটক করা হয়। অপর ছিনতাইকারীরা পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকারী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ইউনুছ আলীর ছেলে । এ ব্যাপারে অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল বাশার বদরুজ্জামান জানান বিয়ানীবাজার থানায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।

Post a Comment

Previous Post Next Post